রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানা অভিযান। বুধবার দুপুরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি পুরনো বোরহোলে পড়ে প্রায় ৩৫ ফুট নিচে আটকে যায় সে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট টানা ২১ ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শিশুটিকে জীবিত রাখার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং স্কেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা করায় কিছু মাটি গর্তে পড়ে পরিস্থিতি জটিল হয়েছে। শিশুটির বাবা রাকিবুল ইসলাম স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলের জমিটি কছির উদ্দিন নামের এক ব্যক্তির, যিনি এক বছর আগে সেচের জন্য বোরিং করেছিলেন কিন্তু পানি না পেয়ে কাজ বন্ধ রাখেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। এ ঘটনায় গ্রামীণ এলাকায় পরিত্যক্ত বোরহোল ও গর্তের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।