Web Analytics

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল দর্শন। ১৭ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, গোপীবাগ সেকেন্ড লাইনে বেড়ে ওঠার সময় থেকেই তিনি শিখেছেন হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে এবং কোনো ধর্মকে বড় বা ছোট হিসেবে দেখার শিক্ষা তাকে কখনো দেওয়া হয়নি।

তিনি জানান, অতীতে তার কোনো সরকারি বা সাংগঠনিক দায়িত্ব না থাকায় আইনশৃঙ্খলা বা আদালতের আদেশ বাস্তবায়নের দায়িত্ব তার ওপর ছিল না। তবে ভবিষ্যতে দায়িত্বশীল অবস্থানে থাকলে অবৈধ স্থাপনা, ফুটপাত দখল, চাঁদাবাজিসহ যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। বিএনপি বা অন্য কোনো দলের নাম ব্যবহার করে কেউ এসব কর্মকাণ্ডে জড়িত হলে তা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ইশরাক বলেন, নারী, শিশু ও বয়স্কসহ সকল নাগরিক যেন দিন-রাত নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।