Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশবাহী গাড়ি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার স্থানে পৌঁছেছে। সেখানে তার কফিন রাখা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। বুধবার দুপুর ২টার দিকে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে তারেক রহমানের বাসা থেকে গাড়িবহরটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দেয়।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি তারেক রহমানের বাসায় প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

জানাজায় অংশ নিতে লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ভিড় করেছেন। প্রচণ্ড জনসমাগমে উড়ালসড়ক বন্ধ হয়ে গেছে এবং বয়স্ক ব্যক্তিরা ভিড়ে বিপাকে পড়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।