Web Analytics

চট্টগ্রাম–৮ আসনে ১০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দিয়েছে। তবে সোমবার বোয়ালখালীর ফুলতলায় প্রচারণা চলাকালে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জুলাই অভ্যুত্থানে শহিদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার প্রশ্ন তোলেন, স্থানীয় নয় এমন প্রার্থীকে ভোট দেবেন কীভাবে। তিনি বলেন, স্থানীয় মানুষ স্থানীয় প্রার্থীকে ভোট দিতে চায়।

রুবি আক্তার জানান, চট্টগ্রাম–৮ আসনে স্থানীয় ভোটই বেশি এবং জোটের সিদ্ধান্তে স্থানীয় প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মতে, জোটের ভোট ২০ শতাংশ হলেও স্থানীয় ভোট ৮০ শতাংশ, অথচ মনোনীত প্রার্থীকে কেউ চেনে না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রার্থী আরিফ তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও তিনি প্রস্তাব দেন আসনটি উন্মুক্ত রাখার, যাতে এনসিপি ও জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের উভয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ঘটনাটি জোটের অভ্যন্তরে ক্রমবর্ধমান অস্বস্তি ও স্থানীয় আনুগত্যের প্রভাবকে স্পষ্ট করে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।