চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের বিল দিতে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নবজাতকের স্বজনেরাই এক নিঃসন্তান দম্পতির কাছে সন্তানকে স্বেচ্ছায় দত্তক দিয়েছেন। ওই দম্পতি বিনিময়ে হাসপাতালের ১০ হাজার টাকা বিল পরিশোধ করেন এবং বাড়তি ৫ হাজার টাকা নগদ দেন। নবজাতকের নানা বলেছে, অভাবের কারণে দত্তক দিয়েছেন। এদিকে মা জয়া দাশের স্বজনরা জানান, সন্তান প্রসবের পর টাকা না থাকার কথাটি হাসপাতালের নার্সকে জানালে তিনি নবজাতককে বিক্রির প্রস্তাব দেন। পরে তার নিঃসন্তান এক আত্মীয়ের কথা বলে বাচ্চাটি নিয়ে নেন নার্স।