সোমবার দুপুরে ডেমরায় মো.মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচীর আয়োজন করে। এ সময়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। বাকিরা পালিয়ে গেলেও মিন্টু মিয়াকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।