Web Analytics

রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত আন্তমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক-এর পরীক্ষা সম্পন্ন করেছে বলে রোববার জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ১৫ ঘণ্টা উড়তে সক্ষম বলে সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান। পুতিন একে “বিশ্বে অনন্য অস্ত্র” হিসেবে উল্লেখ করে রাশিয়ার প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতার উদাহরণ হিসেবে দেখান। ন্যাটোর দেওয়া নাম SSC-X-9 স্কাইফল হিসেবে পরিচিত এই ক্ষেপণাস্ত্র প্রথম আলোচনায় আসে ২০১৯ সালে, এক ব্যর্থ পরীক্ষায় আর্কটিক অঞ্চলে প্রাণহানি ঘটার পর। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই সফল পরীক্ষা রাশিয়ার দূরপাল্লার আক্রমণ সক্ষমতা ও পারমাণবিক আধুনিকীকরণে এক বড় অগ্রগতি নির্দেশ করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।