বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংকের অনুমতি দেওয়া হবে না। গভর্নর বলেন, ‘আইএমএফের ঋণ ছাড়াও দেশ চলতে পারবে। তাদের সঙ্গে আমাদের মতানৈক্য খুব কম বিষয়ে আছে। ব্যাংকগুলো মার্জারের বিষয় তাদের আইএমএফ-এর পরামর্শ নিচ্ছি। কারণ এভাবে একসঙ্গে সাত থেকে আটটি ব্যাংক মার্জ করার নজির পৃথিবীতে খুব একটা নেই। দেশের প্রযুক্তি ও উন্নয়নে তারা জড়িত। ধারাবাহিকতা ও অংশদারিত্বের প্রয়োজনে তাদের অর্থ আমরা নিতে চাই। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছেন বলেও জানান।