Web Analytics

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে যারা নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে—তাদের বিচার হতেই হবে। সরকার যদি মনে করে বিচার করতে সময় লাগবে, তাহলে আমাদের ওপর ছেড়ে দিক, বিচার আমরা করব। তারেক রহমান দেশে ফেরার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব ও প্রতিনিধিত্ব জনগণ ঠিক করে নেবে উল্লেখ করে হুম্মাম বলেন, যারা শহরে বসে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাদের বলে দিচ্ছি— এই কমিটির ব্যবসা আমরা করি না, জনগণই ঠিক করবে তাদের নেতৃত্ব। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। নির্বাচনের আগেই তাদের খালি করে দেবো। আরো বলেন, গ্রুপিংয়ের কারণে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। কর্মীদের বলবো—আমাদের মাথা নত করতে হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মাথা উঁচু করে বলতে হবে আমরা জিয়ার সৈনিক। আশা করি সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করে সংসদে পাঠাবেন। নিজেকে রাঙ্গুনিয়ার সন্তান উল্লেখ করে হুম্মাম বলেন, আঠারো বছর বয়স থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার। সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিলেন, তার গর্জন আপনারা শুনেছেন—আমি সেই বাবার সন্তান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।