Web Analytics

রোববার সকালে নেত্রকোণা সদরে ট্রেন দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-মোহনগঞ্জ রেলপথে ১৪ ঘণ্টার ব্যবধানে এটি তৃতীয় মৃত্যু। সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের রাজুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন আহমেদ সায়েম (২০) বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। ময়মনসিংহ রেল পুলিশের ওসি আক্তার হোসেন জানান, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান সায়েম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যার পর একই রেলপথের চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন। নিহতরা হলেন দিনাজপুরের ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) ও শেরপুরের রাসেল মিয়া (২৫)। ওসি আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চল্লিশা বাজার এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।