Web Analytics

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার মেক্সিকো নৌবাহিনী জানায়, কিং এয়ার মডেলের বিমানটি চিকিৎসা-সংক্রান্ত একটি মানবিক মিশনে ছিল। বিমানে মোট আটজন আরোহী ছিলেন, যার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও ছিল। দুর্ঘটনায় পাঁচজন নিহত, দুইজন অক্ষত এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিমানটি মেক্সিকোর অলাভজনক সংস্থা মিশু ই মাউ ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত একটি মেডিকেল মিশনে অংশ নিচ্ছিল। সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসাসহায়তা দিয়ে থাকে। বিমানে চারজন নৌবাহিনীর কর্মকর্তা ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে চিকিৎসার জন্য পরিবহন করা অপ্রাপ্তবয়স্ক রোগীটিও রয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উভয় দেশের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।