Web Analytics

ইউরোপীয় সুপার লিগ প্রকল্পের পরিচালন সংস্থা এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে উয়েফার বিরুদ্ধে ৪–৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, উয়েফা ইউরোপীয় ক্লাব ফুটবলে একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যা প্রতিযোগিতার নীতির পরিপন্থী। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের বিচারপতি আদালত (CJEU) রায় দিয়েছিল যে উয়েফার একচেটিয়া ক্ষমতা বাজার প্রতিযোগিতার বিরোধী। কিন্তু এ২২ জানিয়েছে, উয়েফা ২০২৪ সালে নতুন কিছু বিধি যুক্ত করেছে যা সেই রায়ের বিপরীতে গেছে এবং এতে সুপার লিগ ক্লাবগুলোর আর্থিক ক্ষতি হয়েছে। ২০২৫ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় এ২২ ‘ইউনিফাইড লিগ’ নামে নতুন প্রতিযোগিতার প্রস্তাব দেয়। মামলাটি সফল হলে ইউরোপীয় ফুটবলের কাঠামো, আয়-বণ্টন ও পরিচালন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।