২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর মানুষ দিনটিকে নাজাত দিবস হিসেবে পালন করেছিল। তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল বিভীষিকাময়, যেখানে রক্ষী বাহিনীর নির্যাতনে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ড. মো. মাহবুব আলম। বক্তারা ২০২৪ সালের জুলাই বিপ্লবকে নতুন স্বাধীনতার সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, তারুণ্যের ঐক্যই জাতির ভবিষ্যৎ। অনুষ্ঠানের শেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তৃতাগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সংবেদনশীল অধ্যায় পুনরায় আলোচনায় এনেছে, যা জাতীয় ঐক্য ও ইতিহাসের ব্যাখ্যা নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।