Web Analytics

বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে দশ দিন ধরে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খালে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন, এতে দস্যুরা পালিয়ে যায়। পরে তাদের নৌকা থেকে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার হওয়া জেলেরা—মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, হাবিবুর ও শাহজাহান গাজী—জানান, মুক্তিপণের জন্য তাদের নির্যাতন করা হচ্ছিল। যদিও কাউকে আটক করা যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কোস্টগার্ড যুদ্ধজাহাজ বিসিজিএস তৌহীদ-এর নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম জানান, মুক্ত জেলেদের শিগগিরই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষ জানায়, সুন্দরবনে জলদস্যুতা দমনে অভিযান অব্যাহত থাকবে, যাতে জেলেরা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে এবং মুক্তিপণ চক্রের হাত থেকে রক্ষা পায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।