Web Analytics

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর মেটা ৫ লাখ ৪৪ হাজারের বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্ট বন্ধ করেছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইনস্টাগ্রামে ৩ লাখ ৩০ হাজার ৬৩৯টি, ফেসবুকে ১ লাখ ৭৩ হাজার ৪৯৭টি এবং থ্রেডসে ৩৯ হাজার ৯১৬টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এসব অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের দ্বারা পরিচালিত ছিল বলে দাবি করেছে মেটা।

আনাদোলু এজেন্সির তথ্যমতে, গত ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউব ও স্ন্যাপচ্যাটসহ বড় সব প্ল্যাটফর্মে প্রোফাইল খোলা ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। মেটা জানিয়েছে, তারা সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ও বয়স-উপযোগী অনলাইন অভিজ্ঞতা তৈরির পথ খুঁজতে চায়।

প্রতিষ্ঠানটি জানায়, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলবে, তবে অনলাইনে বয়স নির্ধারণের অভিন্ন মান না থাকায় উদ্বেগ রয়ে গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।