১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশজুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি ও আলোচনা। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অর্জিত স্বাধীনতার এই দিনে বক্তারা বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসা জরুরি। তরুণ প্রজন্মের কাছে এই দিন কেবল উৎসব নয়, বরং দায়িত্ব, চেতনা ও মানবিক বাংলাদেশের স্বপ্নের প্রতীক।
বক্তারা উল্লেখ করেন, স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব ও রাজনৈতিক বিভাজন এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তারা কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও নৈতিক পুনর্জাগরণের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় উঠে আসে, স্বাধীনতা যেন কেবল স্মৃতিতে সীমাবদ্ধ না থাকে, বরং নাগরিক জীবনের প্রতিটি স্তরে বাস্তব রূপ পায়—এই প্রত্যাশাই হবে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।