Web Analytics

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা সিজন–৬’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব শুক্রবার রাজধানী ঢাকার তেজগাঁও কলেজ প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের আটটি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরা গান, অভিনয় ও আবৃত্তি—এই তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। সারাদেশ থেকে নির্বাচিত ৩০০ প্রতিযোগীর মধ্যে প্রতিটি বিভাগে ১০ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করা হয় এবং অন্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান এবং বিশেষ অতিথি ছিলেন সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার পরিচালক ছিলেন জাকির হোসাইন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসাইন শান্ত। অতিথি ও বিচারকমণ্ডলী প্রতিযোগীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে অডিশন পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।