Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৬ সালের ১৬ জানুয়ারি শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে সবাইকে ধৈর্য ধারণ ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তিনি লেখেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা এবং আল্লাহ যেন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আরও লেখেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহও সম্মান বৃদ্ধি করবেন।

তার এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে, মাত্র ৫০ মিনিটে ১০ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। খারিদ সাইফুল্লাহ মহিউদ্দিন নামে একজন মন্তব্যে লেখেন, অনেকেই খুশি হলেও উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাভবান হয়েছে তৃতীয় পক্ষ। অপর এক মন্তব্যে মো. এনামুল ইসলাম বলেন, সবাই মিলে সুন্দর আওয়াজ তুললেও শেষটা সুন্দর হয়নি।

পোস্টটি ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক নিয়ে সমর্থক ও পর্যবেক্ষকদের আলোচনাকে নতুন করে উসকে দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।