ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় মাগুরহাটি এলাকার দানা মিয়া ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আরফোজ আলী নিহত হন। আহতদের মধ্যে ফারুক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।