Web Analytics

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ডা. তাসনিম জারা। শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, তার আপিল মঞ্জুর হয়েছে এবং তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। তিনি দেশে-বিদেশে শুভেচ্ছা ও দোয়া জানানো সকলকে ধন্যবাদ জানান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

মনোনয়ন বৈধ হওয়ার পর তাসনিম জারা জানান, তিনি ফুটবল প্রতীক পাওয়ার জন্য আবেদন করবেন এবং জনগণের সমর্থনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।