বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই ও গ্রুপ চেয়ারম্যান এ এস এফ (সোহেল) রহমানসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট—ক্যাপ্টেন মাহবুব আলম, রাশেদুল আমীন ও জাহিদুর রহমান—এই মামলা করেন। তারা অভিযোগ করেছেন, ফেব্রুয়ারিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর তাদের ১ কোটি ২০ লাখ টাকার বেশি বেতন ও পাওনা পরিশোধ করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বেক্সিমকো এভিয়েশন নামে একটি ভুয়া কোম্পানি গঠন করে তাদের কাছ থেকে সেবা নেওয়া হয়েছে। সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন, আর তার ভাই ও পরিবারের অন্য সদস্যরা বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, ঋণ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগও রয়েছে। নতুন এই মামলা তার ব্যবসায়িক কার্যক্রম ও রাজনৈতিক প্রভাব নিয়ে আরও প্রশ্ন তুলেছে।