Web Analytics

‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ সালকে বরণ করতে প্রস্তুত ছায়ানট। সংগঠনটি পহেলা বৈশাখের দিন ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানাবে। লাইসা আহমদ লিসা বলেন, বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে। এই সাধারণ সম্পাদক বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।