ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মাশহাদে বলেছেন, যুক্তরাষ্ট্র যত দিন পর্যন্তই অবাস্তব ও অতিরিক্ত দাবি নিয়ে অবস্থান করে থাকবে, ততদিন তেহরান আলোচনা টেবিলে ফিরবে না। আরাগচি আগের আলোচনা ভেঙে যাওয়ার কারণ হিসেবে আমেরিকার অযৌক্তিক শর্তগুলোকে দাবিয়েছেন এবং বলেছেন, এমন শর্তে কোনো বাস্তবগত অগ্রগতি সম্ভব নয়। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, পূর্বনির্ধারিত ফলাফল যে আলোচনাগুলো চায় সেগুলোতে অংশ নেয়া মানে ইরানের সার্বভৌম অধিকার ছেড়ে দেয়ার সমান। এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে নিত্যনৈমিত্তিক ও নিরর্থক ঘোষণা করেছিলেন, কারণ তারা ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও পূর্বেই সিদ্ধান্ত নেয়। মেহর নিউজ ২২ অক্টোবর এই মন্তব্য প্রকাশ করে। আরাগচি বলেন, ইরান কেবল তখনই আলোচনা গ্রহণ করবে যখন দাবিগুলো পারস্পরিকভাবে গ্রহণযোগ্য হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।