ওয়াজ-মাহফিলের ওপর নির্বাচন কমিশনের আরোপিত বিধি-নিষেধকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শীতকালীন ওয়াজ-মাহফিল বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নির্বাচনকে কেন্দ্র করে এসব ধর্মীয় আয়োজন সীমিত করা হলে তা জনগণের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ হিসেবে দেখা হবে।
তিনি বলেন, অধিকাংশ ওয়ায়েজ অরাজনৈতিক এবং তাদের বক্তব্য সম্পূর্ণ ধর্মীয়। নির্বাচন সামনে রেখে ওয়াজের ওপর বিধি-নিষেধ আরোপ অযৌক্তিক ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ধর্মীয় বক্তারা মানুষকে সচেতন করেন, যা রাজনৈতিক বক্তব্য নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এই বিধি-নিষেধ প্রত্যাহার করে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখে।