নাটোরের বড়াইগ্রামে জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে হুমকি দেওয়ায় খোরশেদ আলম (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ পেজে এনসিপির প্রচার পোস্টে করা হুমকিমূলক মন্তব্যের পর তাকে রোববার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জানা যায়, ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। বড়াইগ্রাম থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।