চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ২৯ ডিসেম্বর এক প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তিন হাজার কোটিরও বেশি টাকা বকেয়া রাখায় এসএস পাওয়ার বিদ্যুৎ উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বকেয়া পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটির কাছে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্যও পর্যাপ্ত অর্থ নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলে মোট ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার মধ্যে এসএস পাওয়ার সরবরাহ করে ১,২২৪ মেগাওয়াট। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে চট্টগ্রামে বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে এবং দেশও ক্ষতির মুখে পড়বে। চীনের সেফকো থ্রি পরিচালিত এই কেন্দ্রটি ২০২৩ সালের জানুয়ারিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় এবং মে মাস থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
২০১৬ সালে বিপিডিবি ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তির মাধ্যমে প্রকল্পটি শুরু হয়। পরে এস আলম গ্রুপের কাছ থেকে সেফকো থ্রি কোম্পানি কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।