জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে এবং এই বাস্তবতা স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কয়েক বছর আগেও কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা ৭ শতাংশে নেমে এসেছে। তিনি কর কাঠামোর দুর্বলতা চিহ্নিত করে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর দেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত এই সেমিনারে ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ করা হয়। আলোচকরা জানান, ঋণের সুদ পরিশোধ এখন বাজেটের অন্যতম বড় খাতে পরিণত হয়েছে, যা কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতকে পিছনে ফেলেছে। সিপিডির মোস্তাফিজুর রহমান সতর্ক করেন, ঋণ নিয়ে ঋণ পরিশোধের প্রবণতা অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলবে।
বিশেষজ্ঞরা বলেন, রাজস্ব আহরণ না বাড়লে দেশের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রাধিকার উভয়ই হুমকির মুখে পড়বে।