Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘এ-১২’ নামে প্রথমবারের মতো একটি বার চালু হয়েছে, যেখানে বিয়ারসহ বিভিন্ন পানীয় পরিবেশন করা হলেও সবই নন-অ্যালকোহলিক। ১৯৫২ সাল থেকে দেশটিতে মদ বিক্রি ও পান সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, এই উদ্যোগকে সৌদি সমাজে সংস্কার ও উন্মুক্ততার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বারটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বিদেশি বারের মতো পরিবেশ তৈরি হয় এবং নারী-পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের চলমান সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অমুসলিম কূটনীতিকদের জন্য সীমিতভাবে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল এবং ২০২৬ সালের মধ্যে বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য দুটি বিশেষ দোকান খোলার পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।