Web Analytics

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ঘোষণা করেছে যে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। রুয়েটের উপাচার্য প্রফেসর এস. এম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অংশ নেবে ১,২০০ আসনের বিপরীতে। যোগ্যতা হিসেবে ২০২২ বা ২০২৩ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে, পাশাপাশি গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম জিপি ৪.০০ প্রাপ্ত হতে হবে। জিসিই ‘ও’ ও ‘এ’ লেভেল প্রার্থীদের জন্যও সমমানের গ্রেডের শর্ত প্রযোজ্য। ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত স্টিয়ারিং কমিটি গ্রহণ করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।