মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে আগামী শুক্রবার, ২১ নভেম্বর, হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন। বুধবার, ১৯ নভেম্বর, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, উভয় পক্ষ ওভাল অফিসে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন। এর আগে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন যে, তার টিম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্পের পোস্টের পর সাংবাদিকরা মামদানি ও তার টিমের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মামদানি এবং আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এই সাক্ষাতে শহর ও ফেডারেল প্রশাসনের সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।