Web Analytics

পাবনার ভেড়ামারায় লালন শাহ সেতুর পশ্চিম প্রান্তে টোলপ্লাজার কাছে মঙ্গলবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন ঈশ্বরদী থানার নবনিযুক্ত গোয়েন্দা শাখার (ডিএসবি) ওসি ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম (৫০) এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েস উদ্দীন (৫২)। মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ইন্সপেক্টর মোজাহারুল মাত্র একদিন আগে নতুন দায়িত্বে যোগ দিয়েছিলেন। দুর্ঘটনার পর কুষ্টিয়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দায়িত্ব পালনকালে দুই কর্মকর্তার মৃত্যুতে ঈশ্বরদী থানাসহ পুরো পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।