Web Analytics

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন এবং নগরীর সদর রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। একই দিনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আগুরপুর রোড এলাকায় প্রচার শুরু করে লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন এবং পরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ বাদল যথাক্রমে উজিরপুর ও বানারীপাড়ায় গণসংযোগ করেন। বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দীন স্বপন ও বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জনসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।

এই প্রচার কার্যক্রমের মাধ্যমে বরিশালে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো, যা ১২ ফেব্রুয়ারির ভোটের আগে প্রার্থীদের তৎপরতা আরও বাড়াবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।