জুলাই গণঅভ্যুত্থানের শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়া হবে। তবে এটা চাকরিতে কোনো কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই চাকরি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে হবে। আহতদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আজীবন বয়ে বেড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি এই সময়ে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনকে সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।