Web Analytics

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট দলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে রাজ হোটেলের সামনে সমাবেশে পরিণত হয়। জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামসহ কয়েকজন স্থানীয় নেতা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে আট দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।