কুড়িগ্রামের রৌমারীতে কন্যাসন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় সমালোচনা শুরু হয়। স্ত্রী অভিযোগ করেছেন, স্বামী বিয়ের পর থেকেই নির্যাতন করতেন এবং ছেলের আশায় ছিলেন। তবে অভিযুক্ত স্বামী অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সাজানো ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাইয়ে খোঁজখবর নেওয়া হবে।