Web Analytics

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটি দল আবেদন করেছিল। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ও এনসিপি ২২ জুন এ প্রতীক চায়। সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। কমিশনের মতে, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি নির্বাচন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে ৫১টি নিবন্ধিত দলের জন্য ৫১টি প্রতীক নির্ধারিত এবং বাকি ৬৪টি প্রতীক রাখা হয়েছে নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য। এ নিয়ে এনসিপি নেতা সারজিস আলম প্রশ্ন তুলেছেন, শাপলা বাদ গেলে ধানের শীষও বাদ পড়া উচিত, কারণ উভয়ই জাতীয় প্রতীকের অংশ। নির্বাচন কমিশনের তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে, যার মধ্যে নৌকা প্রতীকও রাখা হয়েছে, যদিও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।