আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে প্রায় ২ কোটি ১২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনালে মামলাটি করেন দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান। দুদকের অভিযোগে বলা হয়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মেয়র থাকাকালে কাজল বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন, যার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। তার জমি ক্রয়, ব্যাংক হিসাব ও ব্যবসায় বিনিয়োগের তথ্যও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।