ভারত বুধবার ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশে ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় কিছু ‘চরমপন্থি গোষ্ঠী’ ভারতীয় হাইকমিশনকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, যা এই তলবের মূল কারণ।
দিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু রাজনীতিকের প্রকাশ্য ভারতবিরোধী মন্তব্যও এই আলোচনার পেছনে ভূমিকা রেখেছে। ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে কিছু গোষ্ঠী ‘মিথ্যা বয়ান’ তৈরি করছে, যা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দেশটি আশা করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করবে।
ঘটনাটি এমন সময় ঘটল যখন দুই দেশের রাজনৈতিক পরিবেশ সংবেদনশীল অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংলাপ বাড়ানো জরুরি, যাতে সম্পর্কের টানাপোড়েন আরও না বাড়ে।