Web Analytics

ইরানে মুদ্রাস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট তেহরানসহ আরও কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। বুধবার চতুর্থ দিনে কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদ শহরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। গত রোববার তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়ার পর থেকেই দোকানিদের অংশগ্রহণে এই বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়।

ইরান সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং জানিয়েছে, কঠোর পরিস্থিতির মধ্যেও তাদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে এবং নানা স্লোগান দিয়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, যা বিক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।