Web Analytics

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়্যাল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। সভায় দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।

তথ্য, স্থানীয় সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিলবোর্ড, তথ্যচিত্র, উঠান বৈঠক ও প্রচারণামূলক গাড়ির মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। সাতটি ভিডিও কনটেন্ট তৈরি হয়েছে এবং আরও তৈরি হচ্ছে। অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ধর্মীয় নেতাদের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সভাপতি আগামী সাত দিনের মধ্যে গণভোটের লোগো, ব্যালট ও লিফলেট জনবহুল স্থানে প্রচারের নির্দেশ দেন এবং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার চালানোর আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।