মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, 'ইসরাইল, আর বোমা ফেলো না। ফেললে তা বড় ধরনের চুক্তিভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!’ এছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ চাইছে না’ এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ হিসেবে দেখবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে তেল আবিব। আইডিএফকে প্রতিশোধের নির্দেশ দিয়েছে। তবে ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।