Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের গ্যাস আমদানি বন্ধ করার একটি অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে। এই পদক্ষেপ ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ইউরোপের জ্বালানি স্বাধীনতার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলো ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বন্ধ করবে এবং ২০২৭ সালের নভেম্বরের মধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন একে ইউরোপের জ্বালানি স্বাধীনতার সূচনা হিসেবে অভিহিত করেছেন। তবে চুক্তিটি এখনো ইউরোপীয় পার্লামেন্ট ও কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো রুশ জ্বালানিনির্ভর দেশগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো বলেছেন, বুদাপেস্ট এই সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং ইইউ আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে। চুক্তির আওতায় ২০২৭ সালের পর নতুন দীর্ঘমেয়াদি পাইপলাইন ও এলএনজি চুক্তি নিষিদ্ধ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।