Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সাউন্ড বক্স, মাইক ব্যবহারসহ একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাউন্ড বক্স, মাইক বাজানো, খেলাধুলা বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা পরীক্ষা, গবেষণা বা শিক্ষাবান্ধব পরিবেশে বিঘ্ন ঘটায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো একাডেমিক পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত শিক্ষাকার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত রোধ করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।