অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনামলে সিন্ডিকেটদের কারণে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার ধ্বংস হয়েছে, যার ফলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার টিসিবি মিলনায়তনে ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনায় তিনি বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা সিন্ডিকেট গঠনের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা সভাটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করে।