আবারও কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। চলতি মাসের শুরুতেও বকেয়া-বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিল তারা। আশ্বাস অনুযায়ী ফলাফল না পেয়ে আবারও সড়কে অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকরা। ট্রাফিক গুলশান থেকে জানানো হয়, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মীরা ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা -ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউট গোয়িং উভয় দিকের রাস্তা প্রায় ২০০ কর্মী মিলে বন্ধ করে দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।