Web Analytics

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৯১ রানের বিশাল জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভী জানান, ম্যাচ চলাকালীন ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের বারবার উসকানি দিয়েছে এবং অতিরিক্ত স্লেজিং করেছে, যা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও অভিযোগ করেন, ভারতের আচরণ ছিল অখেলোয়াড়সুলভ এবং এটি তাদের মানসিকতার প্রতিফলন। তিনি বলেন, পাকিস্তান জয়ের পরও খেলোয়াড়সুলভ আচরণ বজায় রেখেছে। নকভী জোর দিয়ে বলেন, রাজনীতি ও খেলাধুলাকে সব সময় আলাদা রাখা উচিত এবং বিষয়টি আইসিসির নজরে আনা হবে।

ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথে উত্তেজনা নতুন নয়। বড়দের এশিয়া কাপ ফাইনালেও আচরণবিধি ভঙ্গের ঘটনায় দুই দলের খেলোয়াড়দের আইসিসি তিরস্কার করেছিল। এবার সেই বিতর্ক ছুঁয়ে গেল অনূর্ধ্ব-১৯ পর্যায়কেও।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।