Web Analytics

জামায়াত নেতা হেলাল উদ্দিন বলেছেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী চার দফার ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। হেলাল বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি জামায়াত করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানুষের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করে। রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের উন্নয়নে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আগামীতে জনগণের সমর্থনে কাজ করতে চায়। জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিবো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।