সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেখ মোরসালিনের একমাত্র গোলে জামাল ভূঁইয়াদের দল জয় ছিনিয়ে নেয়। ম্যাচটি শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং রাজনৈতিক ও আবেগঘন বার্তায় ভরপুর ছিল। গ্যালারিতে দেখা যায় টিফো—‘তিস্তা থেকে ফেলানী, আর কত পাঞ্জেরী?’—যা দুই দেশের সীমান্ত হত্যা ও তিস্তা চুক্তি নিয়ে ক্ষোভের প্রতিফলন। স্টেডিয়ামে বারবার শোনা গেছে ‘দিল্লি না ঢাকা? ঢাকা! ঢাকা!!’ স্লোগান। অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচের আগে প্রতিটি ইঞ্চির জন্য লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন, যা মাঠে বাস্তবায়িত হয়েছে। ভারত মরিয়া হয়ে জয়ের চেষ্টা করলেও, অবসর ভেঙে সুনীল ছেত্রীকে ফেরানো ও রায়ান উইলিয়ামসকে ফিফার অনুমতি ছাড়া খেলানোও ফল দেয়নি। এই জয় শুধু মাঠের নয়, জাতীয় আত্মবিশ্বাসেরও প্রতীক হয়ে উঠেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।