Web Analytics

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়া প্রায় ৪৩০টি ড্রোন ও ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমন্বিত হামলা চালায়, যার মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভে আজারবাইজান দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে। সুমি অঞ্চলে একটি জিরকন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানান। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া ২১৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং নভোরোসিস্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।