বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধর্ম মানুষের আত্মিক বিশ্বাস ও নৈতিকতার শিক্ষা, একে বিক্রি করে রাজনীতি করা অনুচিত। রোববার দক্ষিণ কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, ধর্মকে বিভ্রান্তির কৌশল হিসেবে ব্যবহার করা এখন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে, তবে মানুষ এখন সচেতন। জামায়াতকে ইঙ্গিত করে বলেন, একাত্তরের অপরাধীরা এখনো ভুল স্বীকার করেনি, ক্ষমা পেলেও ভুলে যাওয়া হয়নি। তিনি সব ধর্মাবলম্বীর নিরাপত্তা ও মর্যাদার রাজনৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন এবং জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।